News71.com
 Health
 11 Mar 18, 11:40 AM
 1138           
 0
 11 Mar 18, 11:40 AM

চশমা-লেন্সের দিন শেষ।। ঘরে বসে আই-ড্রপে ফিরিয়ে দেবে দৃষ্টি  

চশমা-লেন্সের দিন শেষ।। ঘরে বসে আই-ড্রপে ফিরিয়ে দেবে দৃষ্টি   

হেলথ ডেস্কঃ দৃষ্টিহীনতা এক ভয়ানক সমস্যা।বিভিন্ন কারণে এই সমস্যা তৈরি হয়।সাধারণভাবে চশমা দিয়েই মুক্তি পাওয়া যায়, কিংবা লেন্স।তবে এবার এক যুগান্তকারী আবিষ্কারে এবার হয়ত চশমার দিনই শেষ হয়ে যাবে।এমনই ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা। বদলে যাবে জীবন।ইজরায়েলের শারে জেদেক মেডিক্যাল সেন্টার ও বার-ইলান ইউনিভার্সিটি এই গবেষণা করছে।সেখানকার বিজ্ঞানীরা জানাচ্ছেন, আর কোনও চশমা বা সার্জারির দরকার নেই।কেবলমাত্র একটা আই ড্রপেই অন্ধত্ব থেকে মুক্তি মিলতে পারে।

এই দুই প্রতিষ্ঠানের গবেষকরা এক বিশেষ ড্রপ তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে ন্যানোড্রপ।দূরের কিংবা কাছের দৃষ্টি ফিরে আসতে পারে এই ড্রপের মাধ্যমে।গবেষণা প্রায় শেষের পর্যায়ে।এবছরের শেষেই শুরু হবে ট্রায়াল রান।বাড়ি বসেই এই চিকিৎসা সম্ভব জানিয়েছেন ওই প্রজেক্টের অন্যতম কর্ণধার জিভ জালেস্কি।তিনি জানান, এই ড্রপ কর্নিয়ায় ছড়িয়ে পড়বে সহজেই।এরপর সেটি চোখের সংশ্লিষ্ট সমস্যা সমাধান করবে। কোনও চিকিৎসকের সাহায্য ছাড়াই বাড়িতে বসে যে কেউ এই চিকিৎসা করাতে পারবেন।বর্তমানে যে লেজার পদ্ধতি ব্যবহার করা হয়, তার থেকে অনেক বেশি কার্যকরীও হবে এই পদ্ধতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন