News71.com
 Health
 21 Jun 16, 02:53 PM
 1209           
 0
 21 Jun 16, 02:53 PM

বাজারের মোম পালিশ করা আপেলকে বিষমুক্ত করার উপায়

বাজারের মোম পালিশ করা আপেলকে বিষমুক্ত করার উপায়

হেলথ ডেস্ক: বাজারে যে আপেলটা সব চেয়ে তাজা, তার মধ্যে আসলে কী থাকে? বাস্তব বলছে, চকচকে, লাল আপেল মানেই সেটা তাজা নয়! আপনার স্বাস্থ্যের পক্ষেও ভাল নয়! বরং, ব্যাপারটা ঠিক তার উল্টো! বাজারে যে আপেলগুলো তাজা বলে বিক্রি করা হয়, যেগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে, সেগুলোর সবকটাই মোম দিয়ে পালিশ করা থাকে।

হ্যাঁ, এটা ঠিক, ফল অনেক দিন সংরক্ষণ করার জন্য একটু মোম পালিশ করতেই হয়। কিন্তু, এ ক্ষেত্রে মোমের মাত্রা এতটাই বেশি থাকে যে আপনার স্বাস্থ্য তা হজম করতে পারবে না! একটু গরম জল আপেলের উপর ফেলেই দেখুন না! দেখবেন, তার গায়ে লেগে থাকা মোমের প্রলেপ স্পষ্ট ফুটে উঠেছে।

তাহলে কি আপেল খাওয়া ছেড়ে দেওয়াই উচিত তা কিন্তু নয়; আপনি বরং যেমন কুকুর, তেমন মুগুর পন্থা অবলম্বন করুন। হাতের কাছে তৈরি রাখুন বেকিং সোডা, একটু পাতিলেবুর রস, ঈষদুষ্ণ গরম জল আর একটা টুথব্রাশ। তারপর প্রথমে আপেলের উপর বেকিং সোডা ছড়িয়ে দিন! তার পর পাতিলেবুর রস মেশানো ওই হালকা গরম জল আপেলের উপর ঢালুন! ভাল করে বেকিং সোডা আর গরম জল দিয়ে আপেলটা ধুয়ে নিন। তার পর টুথব্রাশটা দিয়ে হালকা একটু ঘষলেই আপেল চলে যাবে বিপদসীমার বাইরে!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন