News71.com
 Health
 18 Jul 22, 12:47 PM
 1416           
 0
 18 Jul 22, 12:47 PM

স্টার ডোজের জন্য প্রস্তুত চসিকের ৮২ কেন্দ্র।।

স্টার ডোজের জন্য প্রস্তুত চসিকের ৮২ কেন্দ্র।।

নিউজ ডেস্কঃ  সারাদেশের সঙ্গে মিল রেখে চট্টগ্রামেও করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর ৪১টি ওয়ার্ডে ৮২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে চসিকের স্বাস্থ্য বিভাগ। রোববার (১৭ জুলাই) নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় ‘গণবুস্টার ডোজ ভ্যাকসিনেশন’ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, করোনাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকরী সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র থাকবে। প্রতি কেন্দ্রে ৫০০ জন করে দুই কেন্দ্রে ১ হাজার জনকে বুস্টার ডোজ দেওয়া হবে। এ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সি সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। তবে টিকা নিতে আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন