News71.com
 Health
 04 Aug 22, 08:55 PM
 620           
 0
 04 Aug 22, 08:55 PM

ডেঙ্গুতে একজনের মৃত্যু।।হাসপাতালে ভর্তি ৯১

ডেঙ্গুতে একজনের মৃত্যু।।হাসপাতালে ভর্তি ৯১

নিউজ ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৭ জন ও ঢাকার বাইরে ২৪ জন। বর্তমানে সারা দেশে ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন ও ঢাকার বাইরে ৮৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৯৮০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪৮৭ জন ও ঢাকার বাইরে ৪৯৩ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৬১৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ২২০ ও ঢাকার বাইরে ৩৯৯ জন। পাশাপাশি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার (৩ আগস্ট) পর্যন্ত ১২ জনের মৃত্যু ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন