News71.com
 International
 26 Feb 16, 01:58 AM
 840           
 0
 26 Feb 16, 01:58 AM

বিবিসিতেই ৭২ জনকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন জনপ্রিয় রেডিও ও টেলিভীষন তারকা স্যাভিল ।।

বিবিসিতেই ৭২ জনকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন জনপ্রিয় রেডিও ও টেলিভীষন তারকা স্যাভিল ।।

আন্তর্জাতিক ডেস্ক : খ্যাতনামা রেডিও ও টিভি তারকা জিমি স্যাভিল বিবিসিতে তাঁর কর্মজীবনে ৭২ জনকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন। এ নির্যাতনের স্বীকার অর্ধেকই ছিল শিশু। জিমি স্যাভিলের মৃত্যুর চার বছরেরও বেশী সময় পর গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটেনের এক অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যানেট স্মিথের নেতৃত্বে এই অনুসন্ধান চালানো হয়।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, জিমি স্যাভিল যখনই সুযোগ পেয়েছেন তখনই এইসব ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়েছেন । তিনি মুলত বিবিসির দপ্তরেই এসব যৌন নিপীড়ন চালিয়েছেন। সহকর্মীরা তাঁর তারকা খ্যাতিতে এতই ভীত ছিলেন যে তাঁকে বাধা দেওয়া বা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে কখনও এ বিষয়ে অবগতই করেননি।

স্যাভিলের আচরণের ব্যাপারে বিবিসির ওপর গুরুতর ব্যর্থতার দায় চাপিয়েছে সদ্য প্রকাশিত ওই প্রতিবেদন।
উল্লেখ্য জনপ্রিয় রেডিও ও টিভি ব্যক্তিত্ব জিমি স্যাভিল ৮৫ বছর বয়সে ২০১১ সালের ২৯ অক্টোবরে মারা যান। আর তার মৃত্যুর পরই এসকল তথ্য জনসমক্ষে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন