News71.com
 International
 20 Jan 16, 12:07 PM
 924           
 0
 20 Jan 16, 12:07 PM

মোদিকে হত্যার হুমকি চিঠি আইএসের।। নিরাপত্তা জোরদার

মোদিকে হত্যার হুমকি চিঠি আইএসের।। নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক :এবার হুমকি দেয়া হয়েছে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পোষ্টাকার্ডে তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের জনপ্রিয় হিন্দি নিউজ চ্যানেল জি নিউজ। সাম্প্রতিক সময়ে সারা দুনিয়ায় আলোচিত জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হুমকি দিয়েছে বলে জানা গেছে। হত্যার তালিকায় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের নামও রয়েছে । আরব সাগরের উপকুলে অবস্হিত ভারতের কেন্দ্র সাশিত দর্শনীয়্যঅঞ্চল গোয়ার স্বরাষ্ট্র ও প্রশাসনিক দপ্তরে এই হুমকির চিঠিটি আসে বলে জানা গেছে। এক বেনামি পোস্টকার্ডে আসা চিঠিটিতে বলা হয়েছে 'যেহেতু আপনারা গোমাংস খাওয়ার অনুমতি দিচ্ছেন না, তাই আপনাদের ব্যবস্থা হচ্ছে। চিঠিতে প্রেরক হিসেবে জঙ্গী সংগঠন আই এসের নাম উল্লেখ্ রয়েছে। চিঠিটি তদন্তের জন্য দেয়া হয়েছে গোয়া পুলিশকে। চিঠি পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের সকল পুলিশ স্টেশনেও সন্ত্রাসবিরোধী স্কোয়াডে।

গোয়া পুলিশের আইজিপি ভি রেঙ্গনাথানের বরাত দিয়ে সংবাদ সংস্হা জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে সন্ত্রাসদমন শাখা তদন্ত শুরু করেছে। রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে চিঠির কপি পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পোস্টকার্ডটি স্থানীয় কোনও এলাকা থেকেই পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়া পুলিশ।এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। অনেকে মনে করেন এটা কোন বিশ্বাসযোগ্য বিষয় নয়। কেউ মজা করে বা বিভ্রান্ত করার জন্য এমন কাজ করতে পারেন বলে কেউ কেউ মনে করেন। তবে চিঠির পর রাজ্যে বাড়ানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন