News71.com
 International
 21 Mar 16, 11:03 AM
 648           
 0
 21 Mar 16, 11:03 AM

বৃষ্টিভেজা কিউবায় উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত ওবামা ।।

বৃষ্টিভেজা কিউবায় উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত ওবামা ।।

আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টিভেজা হাভানায় পা রেখে উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিমান থেকে অবতরণের পর ছাতা মাথায় যখন সপরিবার ওবামা ওল্ড হাভানার রাস্তায় এসে পৌঁছেছেন, তখন চারিদিকে শুধু আমেরিকা ও ওবামার জয়ধ্বনি। দীর্ঘ ৮৮ বছর পর কোনও মার্কিন রাষ্ট্রনেতার ঐতিহাসিক কিউবা সফরের শুরুটা হল এভাবেই।

ব্যালকনি থেকে এক মহিলা পাগলের মতো চিত্‍‌কার করছেন, 'কিউবায় স্বাগত! আমরা আপনাকে পছ্ন্দ করি!' কিউবার মানুষের উন্মাদনায় মুগ্ধ মার্কিন প্রেসিডেন্টও। সে দেশে গিয়ে প্রথমেই মার্কিন দূতাবাসে গিয়ে তিনি কর্মীদের বলেছেন, 'কিউবার মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কস্থাপন ও নতুন বাণিজ্যিক চুক্তির এটা একটা ঐতিহাসিক সুযোগ। দু দেশের মানুষের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর অতীত অধ্যায়ের থেকে অনেক উজ্জ্বল ভবিষ্যত্‍‌ গড়ে তোলাই আমার লক্ষ্য।'

ওবামাকে স্বাগত জানানোর অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ করানোয় মার্কিন দূতাবাসের কর্মীদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। আগামীদিনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এরা যখন বড় হয়ে উঠবে, তখন একজন মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফর তাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার হবে, এবং দু দেশের মানুষ একসঙ্গে কাজ করছে, এই ধারণাটাও তাদের খুবই স্বাভাবিক মনে হবে।'


মার্কিন দূতাবাস থেকে ওল্ড হাভানার কবলস্টোন স্ট্রিট বা হাভানার মিউজিয়াম, যেখানেই মার্কিন প্রেসিডেন্ট গিয়েছেন, সেখানেই প্রতিধ্বনিত হয়েছে ওবামার নাম। তাঁর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কেলভিন কুলিজ কিউবা সফরে গিয়েছিলেন ১৯২৮ সালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন