News71.com
 International
 26 Mar 16, 07:14 AM
 661           
 0
 26 Mar 16, 07:14 AM

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ।।       

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ।।          

কলকাতা সংবাদদাতা : কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে পতাকা উত্তোলন করেন জনাব  জকি আহাদ(ডেম্পুটি হাইকমিশনার) । বাংলাদেশ স্বাধীনতা ও জাতীয় দিবস কলকাতায় সাড়ম্বরে উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে কলকাতায় বেগবাগান অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার।

পরে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

আজ সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের সুধিজন, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কলকাতার বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের যোগ দেন।

এছাড়াও বাংলাদেশের এই স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র বের করে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন