News71.com
 International
 27 Mar 16, 08:10 AM
 671           
 0
 27 Mar 16, 08:10 AM

আইএস মোকাবেলায় শিয়া সুন্নিদের এক হতে বললেন জাতিসংঘ মহাসচীব ......

আইএস মোকাবেলায় শিয়া সুন্নিদের এক হতে বললেন জাতিসংঘ মহাসচীব ......

নিউজ ডেস্ক : বিশ্বের ত্রাস জঙ্গী গোষ্ঠী আইএস-মোকাবেলায় ইরাকের  শিয়া ও সুন্নি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

আইএসের হামলায় দেশটির অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে অর্থ-সহায়তার ঘোষণা দিয়েছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট- আহমাদ মোহামেদ আলী। এছাড়া, মসুলের দক্ষিণাঞ্চলে ইরাকি বাহিনী, আইএস-বিরোধী ব্যাপক অভিযান শুরু করায়, বাসস্থান ছাড়তে শুরু করেছে স্থানীয়রা।

গত শুক্রবার বাগদাদের অদূরে ইস্কান্দারিয়ার স্টেডিয়ামে আইএসের হামলার একটি ভিডিও শনিবার অনলাইনে প্রকাশিত হয়। মুহূর্তের এ ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়। শনিবার নিহতদের দাফন সম্পন্ন হয়।

আইএস এ হামলার দায় স্বীকার করলেও শনিবার একে ব্রাসেলস হামলার সঙ্গে  তুলনা করে আইএসকে সারা বিশ্বের জন্য হুমকি বলে উল্লেখ করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার-আল-আবাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন