News71.com
 International
 27 Mar 16, 10:02 AM
 693           
 0
 27 Mar 16, 10:02 AM

রোবটের কারণে বেকারত্বের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ১১টি শহর ।।

রোবটের কারণে বেকারত্বের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ১১টি শহর ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রযুক্তি বিশ্বে রোবট বিপ্লব বেকারত্ব সমস্যা বাড়ার অন্যতম কারণ। ২০ মার্কিন ডলারের নিচের পারিশ্রমিকের সকল চাকরি রোবট দখল করে নিতে পারে বলে সম্প্রতি কংগ্রেসকে সাবধান করে দিয়েছেন মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা। তাছাড়া ২০১৬ সালের বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর ৮৪ শতাংশ চাকরি দখল করে নেবে রোবট।

তবে শহরভিত্তিক কারখানাভিত্তিক কাজগুলো রোবটের দখলে পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এখানে রোবটের কারণে বেকারত্বের ঝুঁকিতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি শহরের নাম উল্লেখ করা হলো:

শীর্ষ যে ১১টি শহর রোবটের কারণে চাকরির ঝুঁকিতে আছে তা হল- হিউস্টন, টেক্সাস ৪৫.৮%, সাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া ৪৫.৯%,ডেটন, ওহাইও ৪৬%,লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ৪৭%,হ্যারিসবার্গ, পেনিসিলভানিয়া ৪৭.১%,ওকলাহোমা সিটি, ওকলাহোমা ৪৭.১%,গ্রান্ড রেপিডস, মিশিগান ৪৭.৯ %,রিডিং, পেনিসিলভানিয়া ৪৮.৪ %, গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা ৪৮.৫%, লাস ভেগাস, নেভাদা ৪৯.১%, ফ্রেসনো, ক্যালিফোর্নিয়া ৫৩.৮% ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন