News71.com
 International
 23 Jan 16, 02:26 AM
 1367           
 0
 23 Jan 16, 02:26 AM

আজ নেতাজির ১১৯ তম জন্মজয়ন্তী ।। উন্মোচিত হচ্ছে অন্তর্ধান রহস্য

আজ নেতাজির ১১৯ তম জন্মজয়ন্তী ।। উন্মোচিত হচ্ছে অন্তর্ধান রহস্য

নিউজ ডেস্ক: আজ তেইশে জানুয়ারি, বৃটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক, আজাদ হিন্দ ফৌজের প্রতিষঠাতা নেতাজির সুভাষ চন্দ্র বসুর ১১৯ তম জন্মজয়ন্তী। আজই নেতাজি অন্তরধান সংক্রান্ত বেশ কয়েকটি ফাইল প্রকাশ করছে কেন্দ্রীয় সরকার। সামনে আসতে চলেছে বহু গোপন তথ্য।এরই মধ্যে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন নেতাজি পরিবারের সদস্যরা। উল্লেখ্য নেতাজির অন্তর্ধান সম্পর্কে গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনার জন্য, বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন নেতাজি ভক্ত ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য গতবছর ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন,নেতাজি জন্মজয়ন্তীতেই কেন্দ্রীয় সরকারের কাছে থাকা গোপন ফাইলগুলো প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল প্রকাশ করেছেন । আর আজ জনসমক্ষে আসছে কেন্দ্রের হাতে থাকা কিছু ফাইলপত্র । এখন প্রশ্ন, তাহলে কি জনসমক্ষে আসতে যাচছে নেতাজি মৃত্যু রহস্যের সত্যটা ? মিলবে কি নেতাজি সম্পর্কে অজানা প্রশ্নের উত্তর?

তিন মাস আগেই নেতাজি পরিবারের সদস্য ও গবেষকদের সঙ্গে বৈঠক করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথির প্রকাশ শুরু হবে তাঁর জন্মদিনেই। গোটা দেশের রুদ্ধশ্বাস অপেক্ষার মধ্যেই আজ সেই নথি প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, আজ নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশিত হবে। সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত এ গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতে চলছিল রাজনৈতিক চাপানউতোর।

ফাইল ফটো

এদিকে ২৩ জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার দাবিতে দিল্লির রাজপথে মিছিল করবে ফরওয়ার্ড ব্লক। পাশাপাশি, দিল্লিতে নেতাজি ভবনেরও উদ্বোধন করবেন দলেন প্রবীণ নেতা অশোক ঘোষ। এত দিন ধরে ফরওয়ার্ড ব্লক নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের দাবি তুলে এসেছে। আর মোদী সরকার যখন এ নিয়ে পদক্ষেপ করতে চলেছে, তখন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের বলেছেন "নেতাজির সমস্ত ফাইল প্রকাশ করা হবে কিনা আমরা জানি না। তবে আমাদের দাবি, সমস্ত তথ্যই সামনে আসুক। শুধুমাত্র ভোটের আগে রাজনৈতিক স্বার্থে যেন একে ব্যবহার না করা হয়।

তবে অনেকেই মনে করছেন, ফাইল প্রকাশের পর রাজনৈতিক চাপানউতোর অবশ্যম্ভাবী। এমনিতেই নেতাজি আবেগ নিয়ে দেশে জোর জল্পনা চলছে। বিষয়টি নিয়ে কার্যত কোণঠাসা সনিয়া গাঁধীর দল। নেতাজি আবেগ উস্কে দিতে নভেম্বরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে নেতাজি সংক্রান্ত দু’টি ফাইল প্রকাশ হতেই চরম অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস। ফাইলে দেখা গেছে নেতাজির অন্তর্ধানের পর স্বাধীন ভারতে তাঁর পরিবারের উপর চলেছে গোয়েন্দা নজরদারি। এই তথ্য প্রকাশ পেতেই দেশ জুড়ে হইচই শুরু হয়।

অস্বস্তি এড়ানোর চেষ্টায় পাল্টা আক্রমণে নামে কংগ্রেস। তাদের দাবী রাজনৈতিক স্বার্থে নেতাজিকে ব্যবহার করতে চাইছে মোদী সরকার। এর পরই কেন্দ্রের হাতে থাকা নেতাজি সংক্রান্ত গোপন ফাইলগুলি প্রকাশের সম্ভাবনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়েন প্রধানমন্ত্রী মোদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন