News71.com
 International
 23 Apr 16, 01:41 AM
 613           
 0
 23 Apr 16, 01:41 AM

বিহারে গ্রীষ্মের তীব্র গরমে আগুনে পুড়েছে ২০০টি কুঁড়েঘর ।।

বিহারে গ্রীষ্মের তীব্র গরমে আগুনে পুড়েছে ২০০টি কুঁড়েঘর ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিহারের জোহানাবাদ জেলায় আগুনে পুড়ে গেছে ২০০টি কুঁড়েঘর। তীব্র গরম থেকে এই আগুন লাগতে পারে বলে সেখানকার সরকারি কর্মকর্তারা মনে করছেন ।

আগুনে পুড়ে যাওয়া হৃদয়চক গ্রামের ওই কুঁড়েঘরগুলোর বেশিরভাগই খড় দিয়ে নির্মিত। দলিত সম্প্রদায়ের লোকজন কুঁড়েঘরগুলোতে বাস করতেন। আগুন লাগার পর দমকল কর্মীদের তা নেভাতে বেশ হিমশিম খেতে হয়। আগুনে হৃদয়চক গ্রামের বেশিরভাগটাই পুড়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই এলাকায় ‘তীব্র গরম’ আগুন লাগার জন্য দায়ী হতে পারে। গত বৃহস্পতিবার জোহানাবাদের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, কিছুদিন ধরে বিহারজুড়ে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে। এগুলোর অনেক ক্ষেত্রে তীব্র গরমকে দায়ী করেছে সরকারি কর্মকর্তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন