News71.com
 International
 24 Apr 16, 01:08 AM
 606           
 0
 24 Apr 16, 01:08 AM

আর এস এস মুক্ত ভারতের ডাক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ।।

আর এস এস মুক্ত ভারতের ডাক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সঙ্ঘ পরিবারের প্রভাব মুক্ত ভারত গড়ার আহ্বান জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এন ডি টি ভি’র ‘ওয়াক দি টক’ অনুষ্ঠানে সাংবাদিক শেখর গুপ্তকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। বিহারে বিধানসভা ভোটের পরে প্রথমবার দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের বি জে পি সরকারের তীব্র সমালোচনা করেন নীতীশ। তিনি জানান, বি জে পি’র কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল তা মেটাতে পারেনি। এক্ষেত্রে তিনি কেন্দ্রের কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে না পারার বিষয়টি তোলেন। নীতীশ আরো জানান, বি জে পি সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। ‘লাভ জীহাদ’ এবং ‘ঘর ওয়াপশির’ মতো স্লোগ্যান দিয়ে বি জে পি দেশে ভেদাভেদ তৈরি করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বি জে পি’র বিরুদ্ধে বামপন্থী এবং কংগ্রেসকে ছাড়া বৃহত্তর জোট তৈরি সম্ভব না বলেও মন্তব্য করেছেন নীতীশ কুমার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন