News71.com
 International
 26 Apr 16, 12:54 PM
 582           
 0
 26 Apr 16, 12:54 PM

ড্রোন হামলায় আইএসের ভারতীয় নিয়োগদাতা নিহত ।।

ড্রোন হামলায় আইএসের ভারতীয় নিয়োগদাতা নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান ও মূল নিয়োগদাতা মোহাম্মদ শাফি আরমার ড্রোন হামলায় নিহত হয়েছেন। কয়েকদিন আগে মার্কিন ড্রোন হামলায় আইএসের এই শীর্ষ জঙ্গি নিহত হয়েছেন।

ইউসুফ নামে পরিচিত ভারতে আইএসের শীর্ষ নিয়োগদাতা শাফির সঙ্গে জঙ্গিগোষ্ঠীটির প্রধান আবু বকর আল বাগদাদির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতে আইএস প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন তিনি। এছাড়া শাফি অন্তত ৩০ জনকে আইএসে নিয়োগ দিয়েছেন।

দেশটির গোয়েন্দা সংস্থা এনআইএ, দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং কেরালা পুলিশ গত দেড় বছরে ২৩ আইএস সদস্যকে আটক করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের প্রত্যেক রাজ্যে আইএসের শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল শাফির।

সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, কর্ণাটকের ২৬ বছর বয়সী শাফি নিহত হওয়ায় আইএসের ভারত শাখা এখন নেতৃত্বহীন হয়ে পড়েছে। তার বড় ভাই সুলতান আরমার গত বছরের মার্চে একই ধরনের অভিযানে নিহত হয়।

ইন্টারপোলের ওয়েবসাইটে বলা হয়েছে, শাফি এর আগে ভারতে আনসার-উল-তৌহিদ ভেঙে জুনদ আল খলিফা-ই-হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন