News71.com
 International
 28 Jan 16, 03:25 AM
 833           
 0
 28 Jan 16, 03:25 AM

বিজেপি সর্বভারতীয় সভাপতিকে মামলার নোটিস মমতা।।

বিজেপি সর্বভারতীয় সভাপতিকে মামলার নোটিস মমতা।।

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ'র বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় মমতার বিরুদ্ধে দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় দেয়ার অভিযোগ করায় এ মামলা করতে চান তিনি। ইতিমধ্যেই মামলার প্রাথমিক প্রস্তুতি স্বরূপ লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে বিজেপি’র সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহকে।
সিগ্যাল নোটিশে বলা হয়েছে আগামি সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করতে হবে, অথবা ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইনে মামলা করা হবে।
গতকাল বুধবার বিজেপি’র রাজ্য এবং কেন্দ্রীয় দফতরের উদ্দেশ্যে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে।
বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের বিরুদ্ধে আইনজীবী রমাপ্রসাদ সরকারের অভিযোগ, তিনি প্রকাশ্য জনসভায় ভাষণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করে মানহানি ঘটিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন