News71.com
 International
 03 May 16, 01:04 AM
 527           
 0
 03 May 16, 01:04 AM

ইউরোপে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবে তুরস্ক ।।

ইউরোপে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবে তুরস্ক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় কমিশন শর্তসাপেক্ষে ইইউ ভুক্ত দেশগুলোতে তুরস্ককে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেবে। বুধবার ভিসামুক্ত ভ্রমণের এই ঘোষণা দেয় ইইউ।  

ইইউ-তুরস্কের মধ্যে শরণার্থী চুক্তির অংশ হিসেবেই তুরস্ককে এই সুবিধা দিতে রাজি হয়েছে ইউরোপীয় কমিশন। ওই চুক্তি অনুযায়ী এজিয়ান সাগর পাড়ি দিয়ে যেসব শরণার্থী গ্রিসে প্রবেশ করছে, তাদের তুরস্কে পাঠানোর বিষয়ে একমত হয়েছে দু`পক্ষই। তবে এক্ষেত্রে তুরস্ককে অবশ্যই ইউরোপের মানদণ্ড মেনে চলতে হবে।

গত বছর হঠাৎ করেই ইউরোপে শরণার্থী স্রোত বেড়ে গেছে। ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী সংকট রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া এবং ইয়েমেন ছাড়াও তুরস্ক, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপকে এভাবে শরণার্থী নিয়ে সংকটে পড়তে হয়নি। এ সমস্যার সমাধান করতেই ইইউ এবং তুরস্কের মধ্যে শরণার্থী বিষয়ে চুক্তি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন