News71.com
 International
 25 May 18, 10:06 AM
 236           
 0
 25 May 18, 10:06 AM

ভারত-বাংলাদেশের সম্পর্ক পদ্মা-মেঘনা-যমুনার মতো।। মুখ্যমন্ত্রী মমতা

ভারত-বাংলাদেশের সম্পর্ক পদ্মা-মেঘনা-যমুনার মতো।। মুখ্যমন্ত্রী মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পদ্মা মেঘনা যমুনার মতো, অবিরল অবিচল। এই সম্পর্ক অনেকদূর গড়াবে। আজ শুক্রবার (২৫ মে) ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি এই কথা বলেন। বিশ্বভারতীতে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ভবনটা একসময় তীর্থস্থানে পরিণত হবে। দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করবে বিশ্বভারতী কাজ করেছে। আমরা ভবিষ্যতে বঙ্গবন্ধু ভবন করতে চাই। তিনি বাংলাদেশ ও ভারতের সবাইকে রমজান ও ঈদের শুভেচ্ছা জানান।

বিশ্বভারতীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত আছেন। এর আগে শুক্রবার সকালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুই দেশের সরকারপ্রধান। তারা শান্তিনিকেতনে নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধনের পর সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন