News71.com
 International
 03 May 16, 10:21 AM
 499           
 0
 03 May 16, 10:21 AM

ফিলিপাইনকে সামরিক বিমান ভাড়া দিতে রাজি হয়েছে জাপান ।।

ফিলিপাইনকে সামরিক বিমান ভাড়া দিতে রাজি হয়েছে জাপান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনকে সামরিক বিমান ভাড়া দিতে সম্মত হয়েছে জাপান সরকার। দেশদুটির মধ্যে পূর্বশত্রুতা থাকলেও চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মোকাবেলায় জাপান ও ফিলিপাইনের মধ্যে নিরাপত্তামূলক সম্পর্ক আরো গভীর করার এটিকে আরো একটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি ও ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভলতেয়ার গাজমিনের মধ্যে টেলিফোনে আলাপের পর গতকাল উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, টোকিও ফিলিপাইনকে পাঁচটি পর্যন্ত টিসি-৯০ প্রশিক্ষণ বিমান ভাড়া দেবে এবং পাইলট ও বিমান মেকানিকদের প্রশিক্ষণে সহায়তা করবে।

উল্লেখ্য, জাপান এই প্রথম অন্য কোন দেশে তার বিমান ভাড়া দিচ্ছে। অস্ত্র রফতানির ওপর থেকে স্বআরোপিত নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নেওয়ার পরই জাপান এ পদক্ষেপ নিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন