News71.com
 International
 31 May 18, 05:16 PM
 335           
 0
 31 May 18, 05:16 PM

আফগান সরকারের সঙ্গে তালেবানের গোপন বৈঠক

আফগান সরকারের সঙ্গে তালেবানের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে একটি গোপন বৈঠক করেছে তালেবান। মার্কিন সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেন, বৈঠকে তালেবান ও আফগান কর্মকর্তা ছাড়াও বিদেশী সরকার ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থাও জড়িত ছিল। ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে সে সময় ওই প্রস্তাবে সায় দেয়নি তালেবান। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাতে হতাহত হয়েছেন বহু মানুষ। গতকাল বুধবার জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের ভবনে হামলা চালায়। এছাড়া লোগার প্রদেশের রাজধানীতে এক পুলিশ স্টেশনেও হামলা চালিয়েছে তারা। এসব হামলায় উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে। তালেবানরা তাদের শক্তি প্রদর্শন করতে পেরেছে। কিন্তু অন্যদিকে মার্কিন বাহিনীর দাবি, আফগানিস্তানের হেলমন্ড প্রদেশে তাদের চালানো এক হামলায় ৫০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। নিকোলসন অবশ্য নির্দিষ্ট করে বলেননি, বৈঠকে কে কে অংশ নিয়েছিল। তবে তিনি জানিয়েছেন, এতে তালেবানের মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন