News71.com
 International
 31 May 18, 05:23 PM
 347           
 0
 31 May 18, 05:23 PM

ওমরাহ পালনের পর সৌদিতে থেকে গেলে জেল জরিমানার শাস্তি

ওমরাহ পালনের পর সৌদিতে থেকে গেলে জেল জরিমানার শাস্তি

আন্তর্জাতিক ডেস্কঃ ওমরাহ পালন করতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সে দেশ ত্যাগ না করলে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া ছয়মাস কারাদণ্ডের বিধান করেছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সেইসঙ্গে ওমরাহ পালনকারীদের উদ্দেশ্য করে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে,নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা ওমরাহ পালন শেষে নিজেদের দেশে ফিরে যান। এছাড়া যারা ওমরাহ ভিসায় সৌদি আরবে যাবেন,তারা জেদ্দা, মক্কা এবং মদীনার বাইরে যেতে পারবেন না। সেইসঙ্গে সৌদি আরবের নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে,যারা ওমরাহ পালনের ভিসায় এসেছেন; আপনারা তাদের পরিবহণে সহায়তা করবেন না। তাদেরকে চাকরি না দেওয়ার ব্যাপারে বরং সহায়তার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন