News71.com
 International
 01 Jun 18, 01:19 PM
 239           
 0
 01 Jun 18, 01:19 PM

ভারতে জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা।।  

ভারতে জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। একদল জঙ্গি ইতোমধ্যেই জম্মু-কাশ্মিরে ঢুকে পড়েছে বলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর ধারণা,আগামীকাল শনিবার তারা নাশকতার চেষ্টা করতে পারে! এজন্য রাজধানীতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। তবে জঙ্গিরা কীভাবে সেখানে প্রবেশ করেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গিরা পাকিস্তানের জৈশ-ই-মুহাম্মদের সদস্য। আগামীকাল শনিবার রমজানের সপ্তদশ দিন ইসলামের প্রথম যুদ্ধ বদর এর বর্ষপূর্তি। গত বছরের এই দিনে জৈশের হামলার মুখে পড়তে হয়েছিল জম্মু-কাশ্মিরকে। এবারও তেমন কিছু হবে না তো? আশঙ্কা কিন্তু যাচ্ছে না।

নিরাপত্তা বাহিনীর কাছে যা খবর,তাতে জঙ্গিরা বেশ কয়েকটা দলে ভাগ হয়ে লুকিয়ে রয়েছে। সেনা ছাউনি কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় হামলার আশঙ্কায় দিল্লি ও জম্মু-কাশ্মিরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলতি সপ্তাহে একের পর এক নাশকতার সাক্ষি হয়েছে জম্মু-কাশ্মির। পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা হয়েছে। আইইডি বিস্ফোরক সন্দেহে তিনটি ব্যাগ আটক করা হয়েছে সেই পুলওয়ামা থেকেই। শোপিয়ানে জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে আহত হয়েছেন তিন সেনা। কাকপোরায় আক্রান্ত হয়েছে সেনা শিবির। তবে কি অনুপ্রবেশকারী জঙ্গিরা এই সব ঘটনায় যুক্ত? নিশ্চিত নয় দেশের গোয়েন্দা বাহিনী। তবে বিশেষ সতর্কতা জারি করে তারা বলছে,আগামীকাল শনিবার পর্যন্ত সতর্ক থাকতেই হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন