News71.com
 International
 01 Jun 18, 01:45 PM
 273           
 0
 01 Jun 18, 01:45 PM

ট্রাম্প-কিম সম্মেলনের প্রাক্কালে দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক।।

ট্রাম্প-কিম সম্মেলনের প্রাক্কালে দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে যুগান্তকারী বৈঠকের প্রাক্কালে সম্পর্কোন্নয়নের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে উত্তর ও দক্ষিণ কোরিয়া আজ শুক্রবার উচ্চ পর্যায়ে বৈঠক করেছে।প্রকৃতপক্ষে এ মাসের গোড়ার দিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার একটি যৌথ বিমান মহড়ার কারণে পিয়ংইয়ং হঠাৎ করে এ আলোচনা স্থগিত করে।তবে এর একদিন পর উত্তর কোরিয়ার নেতা অস্ত্রবিরতি পালন করা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে আকস্মিকভাবে বৈঠক করেন। এপ্রিলে অনুষ্ঠিত ঐতিহাসিক প্রথম বৈঠকের পর এটি ছিল তাদের মধ্যে দ্বিতীয় বৈঠক।আলোচনার জন্য পানমুনজম যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ বিষয়ক মন্ত্রী চো মিউং-গিউন সাংবাদিকদের বলেন, আমরা দুই নেতার করা বিভিন্ন চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করবো।তিনি বলেন, প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্মেলনের ইতিবাচক পরিবেশ সৃষ্টির চেষ্টাও চালাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন