News71.com
 International
 02 Jun 18, 01:31 PM
 254           
 0
 02 Jun 18, 01:31 PM

উত্তর কোরিয়াকে বিশ্বাস করে না জাপান ।। নজরদারির আহ্বান

উত্তর কোরিয়াকে বিশ্বাস করে না জাপান ।। নজরদারির আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ নানা চড়াই উতরাইয়ের পর চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে। তাদের বৈঠককে কেন্দ্র করে বিশ্ববাসী যখন আশাবাদী ঠিক সেই সময়ে ভিন্ন ধরনের কথা বলছে জাপান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন,উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং নজরদারি অব্যাহত রাখা দরকার। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বলেও মনে করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী ইটসুনুরি অনোদেরা আরো বলেন,১৯৯৪ সালেও পরমাণু মুক্ত হওয়ার অঙ্গীকার করেছিল উত্তর কোরিয়া। কিন্তু তার পরেও বর্তমান অবধি তারা পরমাণু মুক্ত হওয়ার প্রয়োজন মনে করেনি। গোপনে তারা পারমাণবিক উন্নয়নে কাজ করে গেছে। গত বছর তো একের পর এক হুমকি দিয়ে গেছে।

তিনি আরো বলেন, অতীতে উত্তর কোরিয়া কী ধরনের আচরণ করেছে তা বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি নরম সুরে তাদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। জাপানের প্রতিরক্ষামন্ত্রীর এ ধরনের কথা অবশ্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রধানের মন্তব্যের সঙ্গে একেবারে সাংঘর্ষিক। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা একেবারে পরিচ্ছন্ন মানুষ। তিনি যথেষ্ট আস্থাবান ব্যক্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন