News71.com
 International
 03 Jun 18, 05:38 AM
 282           
 0
 03 Jun 18, 05:38 AM

ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ তেল কিনছে ভারত।।

ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ তেল কিনছে ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের পরে ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড’- বিপিসিএল চলতি জুন মাসে ইরানের কাছ থেকে আরও ১০ লাখ ব্যারেল তেল কেনার অনুরোধ জানিয়েছে। আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে নয়াদিল্লি তেহরানের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার কথা জানান। তিনি একই সঙ্গে আগামী তিন থেকে ছয় মাসের ওপর ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালেরও ঘোষণা দেন। প্রকাশিত খবর মোতাবেক,এই মুহূর্তে নয়াদিল্লির কাছে ইরানের তেল গুরুত্ব পাচ্ছে। এবং সার্বিকভাবে অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী মূল্যে ইরানি তেল কেনা সম্ভব হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন