News71.com
 International
 04 Jun 18, 08:18 AM
 376           
 0
 04 Jun 18, 08:18 AM

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতের ছাই দশ কিমি আকাশে ।। নিহত ২৫ আহত ২০

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতের ছাই দশ কিমি আকাশে ।। নিহত ২৫ আহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই উড়ছে ১০ কিলোমিটার ওপরে পর্যন্ত। উৎকট কালো ধোঁয়া ও গন্ধের কারণে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে এলাকার লোকজনের। সেজন্য ওই এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছে মানুষ।চলতি বছর দ্বিতীয়বারের মতো গতকাল রবিবার ফুয়েগো নামে আগ্নেয়গিরিটি জেগে উঠলে লাভার উদগিরণ হতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে ছাই। রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই আগ্নেয়গিরির লাভা-ছাইয়ে আক্রান্ত হতে থাকে বারানকাস দে সেনিজাস, মিনারেল, সেকা, তানিলুয়া, লাস লাজাস, বারানকা হোন্ডাসহ অনেক জনপদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন