News71.com
 International
 05 Jun 18, 07:08 PM
 290           
 0
 05 Jun 18, 07:08 PM

রোজার শেষ ১০ দিন ওমরাহ করার অনুমতি পেলেন কাতারবাসী।।

রোজার শেষ ১০ দিন ওমরাহ করার অনুমতি পেলেন কাতারবাসী।।


আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের হজযাত্রীদের রোজার শেষ ১০ দিন ওমরাহ করার অনুমতি দিয়েছে সৌদি আরব। এ সময় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে কাতার এয়ারলাইন্স আসতে পারবে। তবে এটি জুনের মাঝামাঝি সময়ের জন্য। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব জানায় সৌদির হজ ও ওমরাহ-সংক্রান্ত মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়,কাতারের স্থায়ী বাসিন্দারা সৌদিতে ভ্রমণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

জানা যায়,সৌদিতে গত বছরের জুন থেকে কাতারের সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। হজযাত্রীরা সরাসরি বিমানে করে হজ করতে আসতে পারত না। আবেদনকারীকে ভিসার জন্য অবশ্যই অনলাইনে দোহার সৌদি অ্যাম্বাসিতে আবেদন করতে হবে বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা। এক বছরের মধ্যে দুদেশের সম্পর্ক অবনতির পর কাতারের হজযাত্রীদের প্রথমবারের মতো সৌদিতে আসার অনুমতি দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন