News71.com
 International
 06 Jun 18, 04:33 AM
 295           
 0
 06 Jun 18, 04:33 AM

দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে

দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রীকে ব্যাপক আর্থিক কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার দেশটির দুর্নীতি দমন সংস্থা তার মুখোমুখী হয়েছে।গত মাসে পুলিশ ১এমডিবি কেলেংকারির ঘটনায় নাজিবের ভূমিকার ব্যাপারে তদন্তের অংশ হিসেবে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা দু’টি বিলাসবহুল বাসভবনে অভিযান চালিয়ে নগদ অর্থ ও দামি অলংকারের অনেক ব্যাগ উদ্ধারের পর এখন সবার নজর রোসমাহ মানসুরের ওপর।বিলাসবহুল জীবনযাপনের জন্য অনেক পরিচিত রোসমাহ তিনটি গাড়ির একটি বহরে করে দুর্নীতি দমন সংস্থায় পৌঁছান।মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) সাবেক তদন্ত ও গোয়েন্দা পরিচালক আব্দুল রাজাক ইদ্রিস বলেন,ব্যাপক দুর্নীতির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।তার ব্যাংক একাউন্ট এবং সম্প্রতি দু’টি বাসভবনে পুলিশি অভিযানে পাওয়া তার নগদ অর্থ ও অংলকারের উৎসের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন