News71.com
 International
 06 Jun 18, 06:34 AM
 354           
 0
 06 Jun 18, 06:34 AM

আগামী ১২ জুন ট্রাম্প-কিমের নিরাপত্তায় থাকবে খুকরি হাতে গোর্খা সেনা ।।

আগামী ১২ জুন ট্রাম্প-কিমের নিরাপত্তায় থাকবে খুকরি হাতে গোর্খা সেনা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শীর্ষ বৈঠক হবে। এই দুই নেতার নিরাপত্তার দায়িত্বে থাকছে নেপালি বংশোদ্ভূত গোর্খা বাহিনী সদস্যরা ,যাদের অন্যতম অস্ত্র খুকরি (বাঁকা ধারালো অস্ত্র)। গোর্খা বাহিনী সর্বদা নিয়োগকর্তার প্রতি বিশ্বাসী থাকে এবং কর্তব্যপালনে দ্বীধা করে না বিধায় সারা বিশ্বেই তাদের বেশ নামডাক রয়েছে। সিঙ্গাপুরের এলিট পুলিশের বিশেষ গোর্খা বাহিনী রয়েছে। এই বাহিনী এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠকের সময়ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গোর্খাদের পরনে থাকবে বিশেষ বাহিনীর বর্ম,হাতে বেলজিয়ামের তৈরি বিশেষ স্কার কমব্যাট রাইফেল এবং পিস্তল। এছাড়া গোর্খা বাহিনীর কাছে থাকবে খুকরি এবং পায়ে হোলস্টারে অ্যাসল্ট রাইফেল। সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর তরফে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ টিম হাক্সলি জানিয়েছেন,গোর্খা বাহিনী অত্যন্ত সুকৌশলী। বিশেষ পরিস্থিতিতে কাজ করার প্রশিক্ষণও রয়েছে তাদের। সফরে দুই নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ দায়িত্বপালন করবে গোর্খা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন