News71.com
 International
 06 Jun 18, 09:49 AM
 244           
 0
 06 Jun 18, 09:49 AM

চীনে খনিতে আটকেপড়া ১১ শ্রমিককের মৃত্যু, ২৩ জনকে জীবিত উদ্ধার

চীনে খনিতে আটকেপড়া ১১ শ্রমিককের মৃত্যু, ২৩ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরপূর্বের একটি খনি থেকে বুধবার ২৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সেখানে এক বিস্ফোরণের ঘটনায় তারা আটকা পড়ার কয়েক ঘণ্টা পর তাদেরকে উদ্ধার করা হলো। ওই বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে এবং অপর দু’জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।লিয়াওনিং প্রদেশের বেনজিতে চীনের জাতীয় কয়লা গ্রুপ কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হুয়ামির গ্রুপের আকরিক লোহা খনিতে গতকাল মঙ্গলবারের বিস্ফোরণে অপর নয়জন কর্মী আহত হয়েছে।খবরে বলা হয়, খনিটির প্রায় এক কিলোমিটার গভীরে শ্রমিকরা বিস্ফোরক নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।এতে খনির উত্তোলন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।এ বিস্ফোরণের পর স্থানীয় সময় আজ বুধবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে খনি থেকে ছয় শ্রমিককে উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা পর সেখান থেকে আরো ১৭ জনকে বের করে আনা হয়। তারা সকলেই খনির অভ্যন্তরে আটকা পড়েছিল। তারা সুস্থ রয়েছে।কর্তৃপক্ষ নিখোঁজ অপর দু’জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন