News71.com
 International
 06 Jun 18, 09:50 AM
 390           
 0
 06 Jun 18, 09:50 AM

গুয়াতেমালায় আগ্নেয়গিরিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩জন

গুয়াতেমালায় আগ্নেয়গিরিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩জন

আন্তর্জাতিক ডেস্কঃ গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে শক্তিশালী বিস্ফোরণের পর বিপর্যস্ত ওই এলাকা থেকে মঙ্গলবার বিপুলসংখ্যক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সপ্তাহান্তে প্রথম লাভা উদগীরণের পর থেকে এখন পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। অগ্ন্যুৎপাত আরো বেড়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা স্থগিত করে স্থানীয় সাতটি গোষ্ঠীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি’র। আগ্নেয়গিরি কাছাকাছি এস্কুইনতলা নগরীর লোকেরা লাভার হাত থেকে বাঁচতে গাড়িতে করে অন্যত্র চলে যাবার চেষ্টা চালায়। এএফপির এক ফটোগ্রাফার আকাশে অনেক উঁচুতে ছাই উৎক্ষিপ্ত হওয়া প্রত্যক্ষ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সার্জিও কাবানাস বলেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।৭৩ জনের মধ্যে সর্বশেষ মারা গেছেন ৪২ বছর বয়সী এক নারী। লাভায় তিনি তার দুই পা ও এক হাত হারিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন