News71.com
 International
 08 Jun 18, 05:43 AM
 396           
 0
 08 Jun 18, 05:43 AM

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে এপর্যন্ত মৃত ১০০, নতুন অগ্ন্যুৎপাতের আশংকা।।

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে এপর্যন্ত মৃত ১০০, নতুন অগ্ন্যুৎপাতের আশংকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ গুয়াতেমালার ভয়ঙ্কর ফুয়েগো আগ্নেয়গিরি থেকে গতকাল বুধবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফলে সেখান থেকে অনবরত গলিত পদার্থ ও ছাই ভস্ম নির্গত হওয়ায় নতুন করে অগ্ন্যুৎপাতের আশংকা দেখা দিয়েছে। এদিকে আগের অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯৯ জনে দাঁড়িয়েছে।গত রোববারের অগ্ন্যুৎপাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ছাই ভস্মে ঢাকা পড়েছে।গতকাল বুধবার এক প্রতিবেদনে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স এজেন্সি জানায়, অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত ১০০ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।এতে আরো বলা হয়, এখন পর্যন্ত মাত্র ২৮ জনের লাশ সনাক্ত করা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন