News71.com
 International
 13 Jun 18, 07:54 AM
 371           
 0
 13 Jun 18, 07:54 AM

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের বিপক্ষে লড়ছেন শতবর্ষী এই নারী।।  

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের বিপক্ষে লড়ছেন শতবর্ষী এই নারী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) দলের প্রধান ইমরান খান খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলা থেকে নির্বাচন করছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হজরত বিবি নামের এক শতবর্ষী নারী। স্থানীয়ভাবে খুবই সুপরিচিত হজরত বিবি। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। উত্তর ওয়াজিরিস্তান থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ মানুষ বান্নু জেলায় বসবাস করছেন। সীমান্তবর্তী এলাকাটি একসময় তালেবানপন্থী জঙ্গিদের শক্ত অবস্থান ছিল। উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এসব লোক বান্নু জেলায় চলে আসেন।

হজরত বিবি তার জেলায় নারী শিক্ষার বিকাশ ঘটাতে চান। তিনি মনে করেন,নারীদেরকে শিক্ষিত করে তোলা গেলে বড় পরিসরে ক্ষমতায়ন ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রসঙ্গত,পাকিস্তানে আসন্ন নির্বাচনে ১‌০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এই নির্বাচনে পিএমএল-এন ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মধ্যে মূল লড়াই হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন