international
 14 Jun 18, 08:22 AM
 178             0

ইয়েমেনে সৌদি জোটের অভিযান অব্যাহত,আরবের ৪ সেনাসহ নিহত ২৬।।  

ইয়েমেনে সৌদি জোটের অভিযান অব্যাহত,আরবের ৪ সেনাসহ নিহত ২৬।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের বৃহত্তম বন্দরনগরী হোদাইদাহতে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ইয়েমেনে হস্তক্ষেপের পর এটাই সৌদি জোটের সঙ্গে হুথিদের সবচেয়ে বড় লড়াই। এই লড়াইয়ে এখন পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে হুথি বিদ্রোহী ২২ জন এবং সংযুক্ত আরব আমিরাতের চারজন সেনা রয়েছেন বলে জানা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট গত মঙ্গলবার হুথি অধ্যুষিত বন্দরনগরী হোদাইদাহতে অভিযান শুরু করে। হুথিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই সৌদি জোট বন্দরটিতে হামলা চালিয়েছে। জঙ্গিবিমান ও জাহাজের পাশাপাশি আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বাহিনী জোটের পক্ষে এই অভিযানে অংশ নিচ্ছে বলে জানা গেছে। এদিকে,এই সংকট উত্তরণে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। উল্লেখ্য, হোদাইদাহ বন্দর দিয়েই ইয়েমেনের বেশিরভাগ ত্রাণ পৌঁছে। আর এই বন্দরকে ঘিরে অভিযান চলায় অন্তত ৮০ লাখ ইয়েমেনি অনাহারের ঝুঁকিতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')