News71.com
 International
 14 Jun 18, 04:09 PM
 473           
 0
 14 Jun 18, 04:09 PM

জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি পদত্যাগ

জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন দলের নেতা বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় গতকাল বুধবার তিনি পদত্যাগ করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গিওর্জি ভিরিকাশভিলি পদত্যাগ করার কথা জানান।ভিরিকাশভিলি ২০১৫ সাল থেকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছেন।ভিরিকাশভিলি বলেন, দলীয় প্রধানের সাথে আমার কিছু মতের অমিল হয়েছে। তাই আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। নতুন একটি ক্যাবিনেট গঠন করার এখনই সঠিক সময়।প্রসঙ্গত, জর্জিয়ায় আগামী ৭ দিনের মধ্যে নতুন ক্যাবিনেট গঠন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন