News71.com
 International
 16 Jun 18, 01:51 PM
 362           
 0
 16 Jun 18, 01:51 PM

প্রচন্ড গরমে শ্রমিকদের দুপুরে কাজ করতে নিষেধ করল সৌদি সরকার ।।

প্রচন্ড গরমে শ্রমিকদের দুপুরে কাজ করতে নিষেধ করল সৌদি সরকার ।।


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সে দেশে দুপুরে কোনো শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে না। গতকাল শুক্রবার (১৫ জুন) থেকে পরবর্তী তিন মাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবাল খাইল বলেন,দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত সূর্য্যের আলোর নিচে কাজ করিয়ে নেওয়ার ব্যাপারে সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন,সকল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে,ওই সময় কর্মীদের সুবিধাজনক ও নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে। বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থগত বিষয়াদি দেখভালের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু অঞ্চলে অতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সে কারণে সরাসরি সূর্য্য মাথার উপরে রেখে কাজ করাটা সমীচীন বলে মনে করছে না সৌদি। তার পরেও কোনো নিয়োগকর্তা এই নির্দেশনা অমান্য করলে শাস্তির আওতায় আসবেন। অভিযোগ দেওয়ার জন্য নম্বর দেওয়ার পাশাপাশি টুইটার অ্যাকাউন্টও দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন