News71.com
 International
 16 Jun 18, 02:28 PM
 319           
 0
 16 Jun 18, 02:28 PM

ট্রাম্পের নির্বাচনি প্রচারণা প্রধান ম্যানফোর্টকে জেলে পাঠানোর নির্দেশ।।

ট্রাম্পের নির্বাচনি প্রচারণা প্রধান ম্যানফোর্টকে জেলে পাঠানোর নির্দেশ।।


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান পল ম্যানফোর্টকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এছাড়া তার জামিন আবেদনও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ আইন উপদেষ্টা রবার্ট মুলার অভিযুক্ত ম্যানফোর্টের বিরুদ্ধে তদন্ত করছেন। ম্যানফোর্টের বিরুদ্ধে আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ,সাক্ষীকে প্রভাবিত করা, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ এনেছিলেন মুলার। পল ম্যানফোর্ট এর আগে মানি লন্ডারিংসহ বেশ কিছু মামলায় ভার্জিনিয়াতে গৃহ-কারাবাসে ছিলেন। গত সপ্তাহে ম্যানফোর্টের বিরুদ্ধে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের মামলায় সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ এনেছিলেন মুলার। গতকাল শুক্রবার (১৫ জুন) এই মামলার শুনানিতে এসব অভিযোগ প্রত্যাখান করেন ম্যানফোর্ট। কিন্তু যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ অ্যামি বারম্যান জ্যাকসন তার জামিন আদেশ প্রত্যাহার করে জেলে পাঠানোর নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন