News71.com
 International
 04 May 16, 10:54 AM
 633           
 0
 04 May 16, 10:54 AM

শেষ দফায় ২৫০ মিলিয়ন ফিলিপিনো পেসো ফেরত দিলেন কিম অং ।।

শেষ দফায় ২৫০ মিলিয়ন ফিলিপিনো পেসো ফেরত দিলেন কিম অং ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের ক্যাসিনো জাংকেট অপারেটর কিম অং শেষ দফায় আরো ২৫০ মিলিয়ন ফিলিপিনো পেসো দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কমিশনের (এএমএলসি) কাছে ফেরত দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের মধ্যে থেকে কিমের কোম্পানিতে যাওয়া ওই অর্থ বুধবার এএমএলসির কাছে ফেরত দিয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাক করে নেয় হ্যাকাররা।

এক বিবৃতিতে কিম অং বলেছেন, গত ৫ই এপ্রিল ম্যানিলার ব্ল রিবন কমিটির শুনানিতে অংশ নেন তিনি। তার কোম্পানিতে যাওয়া অর্থ ৫ই মে’র মধ্যে ফেরত দেবেন বলেছিলেন তিনি। নির্ধারিত সময়ের একদিন আগেই ওই অর্থ ফেরত দেওয়ার কথা জানালেন কিম অং।

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরশনের (আরসিবিসি) মাধ্যমে তার কোম্পানি ইস্টার্ন হাওয়াইতে স্থানান্তর হওয়া অর্থের শেষ অংশ জমা দিয়েছেন বলে বিবৃতিতে বলেন তিনি। কিমের আইনজীবী ক্রিস্টফার জেমস পুরিসিমা ৯টি প্লাস্টিক ব্যাগে করে ওই অর্থ জমা দিয়েছেন। এর আগে আরো দুই দফায় এএমএলসির কাছে ৪.৪৩ মিলিয়ন মার্কিন ডলার ও ৪৮৮ ফিলিপিনো পেসো জমা দেন কিম অং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন