News71.com
 International
 09 Jul 18, 06:52 PM
 328           
 0
 09 Jul 18, 06:52 PM

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে এস-৪০০ কিনছে কাতার

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে এস-৪০০ কিনছে কাতার

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।তারই জের ধরে সৌদি আরবের হুমকি সত্ত্বেও কাতার এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানি জানিয়েছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো চুক্তি হয়নি, তবে এটা সত্যি যে, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি।ইরানি গণমাধ্যম বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠকের পর রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে শেখ তামিম এসব কথা বলেন। প্রসঙ্গত, গত মার্চ মাসে কাতারের আমির মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।ফুটবল বিশ্বকাপ আসর শেষে তিনি আবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।উল্লেখ্য, কাতারকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরুদ্ধে সৌদি আরব হুমকি দিলেও তারা নিজেরাই এ ব্যবস্থা কেনার জন্য নিজেই রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন