News71.com
 International
 24 Jul 18, 06:28 AM
 293           
 0
 24 Jul 18, 06:28 AM

অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে আইএস সদস্যরা।।

অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে আইএস সদস্যরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের জাওয়াজান প্রদেশ আইএস অধ্যুষিত বলেই পরিচিত।সেই এলাকারই ১১ জঙ্গি আফগান সেনার কাছে নিজেদের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করে। শেবেরগানে ঘটেছে ঘটনাটি।অস্ত্র ছেড়ে আইএস জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ার এই ঘটনাকে আফগান সরকারও নজিরবিহীন বলে মনে করেছে।এ ব্যাপারে আফগান পুলিশ কর্মকর্তা গুলাম আলি জানান, আইএস জঙ্গিরা জাওয়াজান প্রদেশের দারজাব জেলায় খুবই সক্রিয়। কিন্তু সরকারের সঙ্গে আইএস-এর দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ থেকে অব্যাহতি পেতে চায় তারা। তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এসব জঙ্গিরা।এদিকে, আত্মসমপর্ণ করা জঙ্গিরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তালেবান জঙ্গিদের সঙ্গে আইএসের সংঘর্ষে প্রাণ যায় তাদের। আর এভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনো লাভ হয় না। আর দিনে দিনে যেভাবে শক্তি ক্ষয় হচ্ছে লড়াইয়ের ক্ষমতাও কমছে বলে জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন