News71.com
 International
 24 Jul 18, 11:28 AM
 340           
 0
 24 Jul 18, 11:28 AM

গ্রিসে ভয়াবহ দাবানল: নিহত ৫০, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

গ্রিসে ভয়াবহ দাবানল: নিহত ৫০, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫০ জন নিহত এবং ১৬ শিশুসহ ১০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুত্বর। দাবানল নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে শতশত দমকলকর্মী। ঘটনাস্থলের নিকটবর্তী একটি সমুদ্র সৈকত থেকে নৌকা ও হেলিকপ্টারে করে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে দমকলকর্মীরা। এদিকে,স্থানীয় কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়ে আহবান জানিয়েছে। ইতিমধ্যে বাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন এথেন্সের নিকটবর্তী অঞ্চলগুলোর অনেক মানুষ। দেশটির রাজধানী এথেন্সের নিকটে জ্বলতে থাকা এই দাবানল এক দশকের মধ্যে গ্রিসের জন্য সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থা রেড ক্রস জানিয়েছে,সমুদ্র উপকূলবর্তী মাটি গ্রামের একটি বাগানবাড়ির উঠান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন