News71.com
 International
 25 Jul 18, 09:15 AM
 332           
 0
 25 Jul 18, 09:15 AM

চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে ফেসবুক।।

চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে ফেসবুক।।

 

প্রযুক্তি ডেস্কঃ চীনে কার্যালয় স্থাপনের জন্য দরকারি ‘লাইসেন্স’ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। এর মাধ্যমে চীনের বাজারে এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে ফেসবুক। খবরে বলা হয়,এতদিন পর্যন্ত চীনে ফেসবুক নিষিদ্ধ থাকায় লোভনীয় বাজারটিতে প্রবেশ করতে পারেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। তবে শীঘ্রই সেখানে কার্যালয় খুলতে যাচ্ছে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে,এটা চীনা ডেভেলপার, উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী কুটিরে পরিণত হবে।

সূত্র জানিয়েছে, চীনে ফেসবুকের কার্যালয় খোলা নিয়ে এখনো কিছুটা সন্দেহ রয়ে গেছে। কেননা, চীনা সরকারের ওয়েবসাইট থেকে সংস্থাটির নিবন্ধন সরিয়ে নেওয়া হয়েছে। এতে করে পুরো প্রক্রিয়াটি কিছু জটিলতা দেখা দিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন