News71.com
 International
 27 Jul 18, 06:20 AM
 288           
 0
 27 Jul 18, 06:20 AM

আবারও উত্তপ্ত হয়ে উঠছে ডোকলাম, সেনা সাজাচ্ছে চীন।।

আবারও উত্তপ্ত হয়ে উঠছে ডোকলাম, সেনা সাজাচ্ছে চীন।।


আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মাস আগেই ডোকলাম ইস্যুতে ঐক্যমতে এসেছিল ভারত ও চীন। কিন্তু আবার নতুন করে চীনের সামরিক পদক্ষেপে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কে চিড় ধরতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।যুক্তরাষ্ট্রের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন,ডোকলামে আবারও সেনা সাজাচ্ছে চীন।ওই মার্কিনি কর্মকর্তা জানাচ্ছেন,চীন ডোকলামের ওই বিতর্কিত এলাকায় ফের নিজের গতিবিধি বাড়াচ্ছে। তবে এবার ভারত বা ভুটান কেউই কোনো প্রতিবাদ করেনি বা বাধা দেয়নি। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে এই তথ্যই দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, অ্যালিস জি ওয়েলস।

তিনি বলেছেন, এই ঘটনা দক্ষিণ চীন সাগরের কথা তুলে আনছে। চীন দাবি করেছে, পুরো চীন উপসাগর তাদের সম্পত্তি।তবে তার প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইনস, ব্রুনেই এবং তাইওয়ান। তবে হিমালয়ের ওপর চীনা সেনার গতিবিধিতে এখন কোনো দেশের প্রতিরোধ আসেনি। তার কথায়, হিমালয়ের ওপরে একাধিকবার বিরোধে জড়িয়েছে ভারত ও চিন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন