News71.com
 International
 29 Jul 18, 01:22 PM
 321           
 0
 29 Jul 18, 01:22 PM

তুরস্কের পশ্চিম উপকূলীয় অঞ্চলে নৌডুবি।।নিহত ৬

তুরস্কের পশ্চিম উপকূলীয় অঞ্চলে নৌডুবি।।নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিম উপকূলীয় অঞ্চলে নৌডুবিতে তিন শিশুসহ অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার দেশটির ১৬ নাগরিককে বহনকারী একটি নৌকা ডুবে গেলে এ ঘটনা ঘটে। দেশটির কোস্ট গার্ড রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করেছে। কোস্ট গার্ড বলছে, উপকূলীয় প্রদেশ আইভালিকের ওই ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নৌকাটি তুরস্কের উপকূলীয় অঞ্চল থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রীসের লেসবস দ্বীপের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

 

তুর্কি কোস্ট গার্ডের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নৌডুবিতে কমপক্ষে ৫৪ অভিবাসী নিহত হয়েছেন। এই অভিবাসীরা অবৈধ পথে তুরস্ক থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় যারা গ্রীস দ্বীপ পাড়ি দেয়ার চেষ্টা করছিলো তাদের সবাই তুরস্কের নাগরিক। এদের মধ্যে দু'জন অবৈধ পথে সীমান্ত পাড়ি দেয়ার কাজে সহায়তা করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন