News71.com
 International
 02 Aug 18, 06:49 PM
 228           
 0
 02 Aug 18, 06:49 PM

আসামের নাগরিক পঞ্জি বাংলাদেশের সঙ্গে ভারতের সু-সম্পর্কের অপমান ।। মূখ্যমন্ত্রী মমতা

আসামের নাগরিক পঞ্জি বাংলাদেশের সঙ্গে ভারতের সু-সম্পর্কের অপমান ।। মূখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসামের খসড়া নাগরিকপঞ্জি বা এনআরসি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জন্য অপমান। এটির কারণে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে। তৃণমূল নেত্রী বলেন, এনআরসিতে স্থান না পাওয়া ৪০ লাখ মানুষের মধ্যে মাত্র এক শতাংশ সীমান্তের অনুপ্রবেশকারী হতে পারে। এই ৪০ লাখ মানুষ কয়েক প্রজন্ম আগে এখানে এসেছেন, ঐতিহাসিক কারণে এখানে আসা মানুষগুলোকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা যায় না। এটা বাংলাদেশ ও ভারতেরমধ্যকার সম্পর্কে জটিলতা তৈরি করবে। তারা আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গেআমাদের ভালো বন্ধন রয়েছে। আমরা একই ভাষায় কথা বলি। প্রতিবেশী হিসেবে আমরা তাদের ভালোবাসি। বাংলাদেশ কোনও সন্ত্রাসী রাষ্ট্র নয়। আমি বুঝতে পারছি না কেন সরকার এটা করছে।

মমতা বলেন, বিজেপিকেই অনুপ্রবেশকারী বরা উচিত। কারণ তারাই নাগরিকদের জীবনে অনুপ্রবেশ করছে। তারাই বলছে কী খেতে হবে,কী পরতে হবে, কী করতে হবে এবং সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আসামের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে নির্দিষ্ট তথ্য এখনও দেওয়া হয় নি। এছাড়া বাদ পড়েছে অনেক বাঙালী হিন্দুর নামও। বাদ পড়াদের বাংলাদেশে পুশ ইন করা হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন