News71.com
 International
 04 Aug 18, 04:25 PM
 276           
 0
 04 Aug 18, 04:25 PM

যুক্তরাষ্ট্রের সমারসেটের ক্রিউক্রেনে বিপুল পরিমাণ গুপ্তধন পাওয়া গেছে ফাঁকা মাঠে।।

যুক্তরাষ্ট্রের সমারসেটের ক্রিউক্রেনে বিপুল পরিমাণ গুপ্তধন পাওয়া গেছে ফাঁকা মাঠে।।

আন্তর্জাতিক ডেস্কঃ শখের বশে অনুসন্ধান চালিয়ে মিলে গেছে গুপ্তধন।প্রায় দুই হাজার বছর আগের সোনার আংটি, স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সমারসেটের ক্রিউক্রেনে।জানা গেছে, সেখানকার একটি ফাঁকা মাঠে শুধু একটি মেটাল ডিটেক্টর সম্বল করেই এই গুপ্তধনের হদিস পেয়েছেন জেসন মাসে।মাসে সাবেক সেনাকর্মী। ডিটেক্টিং ফর ভেটেরানস বলে একটি গ্রুপের হয়ে শখের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালান তিনি।১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন জেসন।গত রবিবার ওই মাঠে সন্ধান চালাচ্ছিলেন মাসে। সেখানেই ১৮০০ বছর আগের ওই রোমান আংটির খোঁজ মেলে।২৪ ক্যারেটের ওই সোনার আংটিটির ঠিক উপরেই রোমান দেবী ভিক্টোরিয়ার একটি ছবি খোদাই করা ছিল।বিশেষজ্ঞদের মতে, আনুমানিক ২০০-৩০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তৈরি হয়েছিল ওই আংটি।

সাউথ ওয়েস্ট হেরিটেজ ট্রাস্টের একজন কর্মকর্তা বলেন, সমারসেটে আগেও নানান ধরনের প্রাচীন আংটি পাওয়া গেছে।কিন্তু সেগুলোর সঙ্গে এই আংটির বিস্তর ফারাক।ইতোমধ্যেই আংটিটি চলে গেছে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে। বর্তমানে এই সোনার আংটির মূল্য কত হতে পারে, তা খতিয়ে দেখছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে যে মূল্যই দাঁড়াক, জেসন এবং সমারসেটের সেই জমির মালিক দু’জনেই তা সমানভাবে ভাগ করে নেবেন।শুধু এই আংটিই নয়। ওই মাঠে খননকাজের ফলে ৬০টি রোমান মুদ্রাও পাওয়া গেছে। যদিও স্বর্ণমুদ্রার চেয়ে রুপা এবং ব্রোঞ্জ মুদ্রার ব্যবহার রোমানদের মধ্যে অনেক বেশি হওয়ায় খোঁজ পাওয়া মুদ্রার বেশির ভাগই রুপা ও ব্রোঞ্জের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন