News71.com
 International
 10 Aug 18, 06:21 AM
 332           
 0
 10 Aug 18, 06:21 AM

ফ্রান্সে আকস্মিক বন্যা, উদ্ধার ১৬০০ ।। উদ্ধার তৎপরতা অব্যাহত

ফ্রান্সে আকস্মিক বন্যা, উদ্ধার ১৬০০ ।। উদ্ধার তৎপরতা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে এক হাজার ৬০০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ক্যাম্পার ছিলেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ৪০০ দমকল কর্মী ও পুলিশ এ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এতে চারটি হেলিকপ্টারও অংশ নিয়েছে। এদিকে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসা একটি ক্যাম্পের কিশোরদের উদ্ধারে সহ ৭০ বছর বয়স্ক এক জার্মান নাগরিক নিখোঁজ রয়েছেন।

সান-জুলিয়া-দা-পেয়োলায় গ্রীষ্মকালীন ক্যাম্পে আসা ১১৯টি শিশুর তত্ত্বাবধানে সহযোগিতা করছিলেন ৭০ বছর বয়সী ওই জার্মান নাগরিক। স্রোতের হাত থেকে বাঁচতে নিজের ক্যারাভানে আশ্রয়ও নিয়েছিলেন; গাড়িটি পরে ভেসে যায় বলে সন্দেহ করা হচ্ছে। ক্যাম্পটির সব শিশুকেই উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ জার্মানের সন্ধানে ডুবুরি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে জরুরি ছয়টি বিভাগে বন্যা সতর্কতা জারি করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ফরাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়।যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে আরদেশ নদীর কাছে ক্যাম্পিংয়ে আসা র্যা চেল বুকানান বলেন, ‘প্রায় এক ফুট পানির মধ্যে ঘুম থেকে জেগে উঠি। জানতাম বড় ধরণের ঝড় আসছে, কিন্তু গত রাতের ঝড়ের হিংস্রতা যে এমন হবে তা ধারণাতেও ছিল না।’ ঝড়ের পর নদীটির পানির গতি ও মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায় বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন