News71.com
 International
 10 Aug 18, 05:01 PM
 381           
 0
 10 Aug 18, 05:01 PM

আসামের নাগরিকপঞ্জি ইস্যুতে কলকাতায় মুখোমুখি তৃণমূল-বিজেপি।।  

আসামের নাগরিকপঞ্জি ইস্যুতে কলকাতায় মুখোমুখি তৃণমূল-বিজেপি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আসামের নাগরিকপঞ্জি ইস্যুতে কলকাতায় মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি। আগামীকাল শনিবার রাজ্যে আসছেন বিজেপির সভাপতি অমিত শাহ। কলকাতার জনসভা করার কথা রয়েছে তার। দিনটিকে ‘ধিক্কার দিবস’ আখ্যা দিয়ে কর্মসূচি দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,আগামীকাল শনিবার আসামের নাগরিকপঞ্জি এবং শিলচর বিমানবন্দরের মন্ত্রী-সাংসদদের হেনস্থার প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন করবে তারা।

অন্যদিকে পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলন আর তোড়জোড় দেখেই রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি। নাগরিকপঞ্জি নিয়ে মমতা ব্যানার্জির প্রতিবাদের পর অমিত ঘোষণা দিয়েছিলেন,কলকাতায় ঘর ভাড়া নিয়ে কিছুদিন থাকতে চান তিনি। আগামীকাল শনিবার তার কলকাতার মেয়ো রোডে জনসভা করার কথা। একই দিনে বিজেপির সভার কথা উল্লেখ করলে পার্থ চট্টোপাধ্যায় বলেন,ওরা তো ভাড়া করা প্লেয়ার দিয়ে জনসভা করে। অমিত শাহ কলকাতায় থাকবেন রবিবারও। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে তাদের কর্মসূচি কেবল শনিবারেই সীমাবদ্ধ থাকবে না। চলবে দুদিনই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন