News71.com
 International
 14 Aug 18, 12:24 PM
 274           
 0
 14 Aug 18, 12:24 PM

ইলিশও কি অনুপ্রবেশকারী।।বিজেপিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কটাক্ষ

ইলিশও কি অনুপ্রবেশকারী।।বিজেপিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ আসামে বাংলাভাষীদের ‘অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করা হচ্ছে- এমন অভিযোগে সেখানকার ক্ষমতাসীন বিজেপি ও দলটির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে খোঁচা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন ছুড়েছেন, ইলিশও কি অনুপ্রবেশকারী? বিজেপি বাংলা সংস্কৃতি-ঐতিহ্যের বিরোধিতায় নেমেছে, এমন অভিযোগ তুলে গতকাল সোমবার বিধানসভা ভবনে নিজের দফতরে ‘বাংলার নেত্রী’ এ প্রশ্ন ছোড়েন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারি কেন্দ্রীয় রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা এই তালিকাকে ‘ভোটের রাজনীতির অংশ’ এবং ‘সাম্প্রদায়িক’ বলে নিন্দা করে আসছেন। মমতা সাফ বলে আসছেন, ‘বাঙালি খেদানোর জন্য’ এই তালিকা করা হয়েছে।

গত শনিবার অমিত শাহর ওই বক্তব্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ইলিশ মাছ,জামদানি কি অনুপ্রবেশকারী? নাকি উদ্বাস্তু? সন্দেশ, মিষ্টি দই, আম? এসবও কি অনুপ্রবেশকারী? যারা বাংলার সংস্কৃতি জানেন না, তারা এ-সব (বাঙালি বিরোধিতা) বলছেন। নরেন্দ্র মোদী,অমিত শাহদের কারও নাম উচ্চারণ না করলেও মমতা বলেন,বিজেপি সারাদেশের মানুষের মধ্যে ঘৃণার সঞ্চার করছে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে। যারা বাংলাকে অপমান করে তাদের প্রতি আমার ভালোবাসা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন