News71.com
 International
 14 Jan 16, 03:18 AM
 1250           
 0
 14 Jan 16, 03:18 AM

কোরিয়া সীমান্তে চরম উত্তজনা।। B-52 বোমারু বিমানের বোমাবর্ষন: ওবামার হুমকি

কোরিয়া সীমান্তে চরম উত্তজনা।। B-52 বোমারু বিমানের বোমাবর্ষন: ওবামার হুমকি
নিউজ ডেস্ক: কোরিয়া সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।আজ সকালে সীমান্তবর্তী পেনিনসুলা এলাকায় B-52 বোমারু বিমান ব্যাপক বোমাবর্ষণ করেছে। এর মধ্যে আমেরিকার প্রেসিডন্ট বারাক ওবামা উওর কোরিয়ার নেতা কিমকে হুমকি দিয়েছেন। সম্প্রতি উওর কোরিয়া আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে হাইড্রজেন বোমার পরীক্ষামুলক বিস্ফোরণের পর দৃশ্যপট দ্রুত পালাতে থাকে। দক্ষিন কোরিয়া ও আমেরিকা সহ গোটা বিশ্ব এর বিরুদ্ধে সোচচার হয়েছে।আমেরিকাতো একধাপ এগিয়ে বলেই ফেলল হাইড্রজেন বোমার বিস্ফোরণ ঘটিয়ে কোরিয়া ভুল করেছে। প্রেসিডন্ট কিমকে এর জন্য চরম মুল্য দিতে হবে। এরমধ্য আজ সকালে আমেরিকা ও দক্ষিন কোরিয়া যৌথভাবে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত অঞ্চল পেনিনসুলায় সামরিক মহড়ার নামে B-52 বোমারু বিমান ব্যবহার করে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। শক্তিশালী এ সকল বোমার আঘাতে প্রকম্পিত সমগ্র কোরিয়া উপদ্বীপ। সকাল থেকে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ অবস্হা বিরাজ করছে। চরম নিরাপত্তাহীনতায় পড়েছে জনসাধারণ। মানুষ শংকিত। বিশেষজ্ঞদের অভিমত সমগ্র অঞ্চলের নিরাপত্তার সার্থে উত্তেজনা প্রশমনে আশু উদ্দোগ নেয়া জরুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন