News71.com
 International
 18 Aug 18, 04:14 AM
 268           
 0
 18 Aug 18, 04:14 AM

কোস্টারিকায় ৬ মাত্রার ভূমিকম্প।।

কোস্টারিকায় ৬ মাত্রার ভূমিকম্প।।


আন্তর্জাতিক ডেস্কঃ কোস্টারিকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পানামা সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১২ মাইল। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল গোলফিতো শহর থেকে ১৯ কিলোমিটার উত্তরে।প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানানো হয়।তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ওই ভূমিকম্পটির মাত্রা ৬ বলে জানিয়েছে। ওই ভূমিকম্পের দেড় ঘণ্টা পরে ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।কোস্টারিকার দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে বাড়ি-ঘর বা বিভিন্ন ভবনের জিনিসপত্র পড়ে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।পানামার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোস ডোনডেরিস জানিয়েছেন, সীমান্ত এলাকায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন